ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

এমবাপ্পে-হাকিমিরা জেতালেন পিএসজিকে

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

এমবাপ্পে-হাকিমিরা জেতালেন পিএসজিকে

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে গ্রুপ ‘এফ’কে ‘মৃত্যুকূপ’বলা যায়। ফলে এই গ্রুপের প্রতিটি ম্যাচ রীতিমতো বাঁচা-মরার। সামান্য একটা ভুল বাদ পড়ার কারণ হতে পারে। তবে শুরুটা ভালোই করেছে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। দলের জয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি।

এদিন ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি পিএসজি। তবে বিরতির পর অবশ্য গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি প্যারিসের জায়ান্টদের। নিজের আদায় করা পেনাল্টিতে গোল করে প্যারিসের ক্লাবটিকে লিড এনে দেন এমবাপ্পে।

এরপর ৫৮ মিনিটে হাকিমির দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। ভিতিনহার কাছ থেকে বল পেয়ে দারুণভাবে এক ডর্টমুন্ড ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করে এই মরোক্কান তারকা। এরপর দুই দলই চেষ্টা করেছে গোলের। কিন্তু কেউ আর গোলের দেখা পায়নি। এদিকে একই গ্রুপের অন্য ম্যাচে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে প্রথম ম্যাচে এসি মিলানকে তাদের মাঠে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

শেয়ার বিজনেস24.কম