জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও লেখক মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সম্পর্কে তিনি বলেন, "শাওন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।"
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাওনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মেহের আফরোজ শাওন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। তিনি গুণী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের স্ত্রী। তার এই আটকের খবরে শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে শাওন কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শেয়ার বিজনেস24.কম