
সংযুক্ত আরব আমিরাত যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থায় আনছে বৈপ্লবিক পরিবর্তন। এখন থেকে চার বছরের শিশুরাও শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ ঘোষণা দিয়েছেন, ২০২৬ সাল থেকে ইউএইর সব সরকারি স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত এআই থাকবে বাধ্যতামূলক বিষয় হিসেবে।
এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য, শিশুদের শুরু থেকেই প্রযুক্তি ও এআই সম্পর্কে গভীর জ্ঞান দেওয়া এবং এর নৈতিক দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা। শেখ মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের এআইয়ের তথ্য, অ্যালগরিদম, ঝুঁকি এবং এর বাস্তবজীবনের ব্যবহার শেখানো হবে, যেন তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে।
যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্তটি কেবল সরকারি স্কুলের জন্য প্রযোজ্য, তবে এটি বেসরকারি স্কুলেও সম্প্রসারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি প্রযুক্তি-কেন্দ্রিক শিক্ষানীতির অংশ, যার মাধ্যমে তারা ভবিষ্যৎ প্রজন্মকে একটি দক্ষ ও আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে চায়।