ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় ব্যতিক্রমী উদ্যোগে সাদিকা রুমন

নারী ও নারী উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৭, ৭ মে ২০২৫

প্রকৃতির প্রতি দায়বদ্ধতায় ব্যতিক্রমী উদ্যোগে সাদিকা রুমন

প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই এগিয়ে এসেছেন উদ্যোক্তা সাদিকা রুমন। বাংলা ক্যালেন্ডারকে নতুনরূপে তুলে ধরার চিন্তা থেকে তিনি তৈরি করেছেন বনকাগজে তৈরি একটি অভিনব বাংলা পঞ্জিকা। এই বিশেষ ক্যালেন্ডারের পাতাগুলোতে বীজ থাকে, যা মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে জন্মায়। কেবল সময় জানানোর কাজ নয়, বরং প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার এক নিঃশব্দ উদ্যোগ এটি।

টাঙ্গাইলে জন্ম নেওয়া সাদিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। লেখালেখির পাশাপাশি তিনি শিশুদের জন্য বই লেখেন, আর নিজের উদ্যোগ ‘হরপ্পা’র মাধ্যমে তৈরি করেন পরিবেশবান্ধব নানা পণ্য। প্রথমে গহনা দিয়ে শুরু করলেও এখন পরিত্যক্ত কাপড় দিয়ে ব্যাগ ও রুমাল তৈরি করেন তিনি, যাতে পলিথিন বা টিস্যুর বিকল্প হিসেবে পরিবেশের ক্ষতি কমানো যায়।

তিনি মনে করেন, মানুষের জীবনধারা এখন এতটাই প্রকৃতিবিরোধী হয়ে উঠেছে যে সচেতন না হলে এই ধ্বংস থামানো কঠিন। তাই তিনি নিজের উদ্ভাবন ও উদ্যোগের মাধ্যমে এই বার্তাই দিতে চান—সচেতন হলে আমরাও প্রকৃতির উপকার করতে পারি।

তার তৈরি বনকাগজ ক্যালেন্ডার ৫৫০ টাকায় পাওয়া যায়, যা অর্ডার করা যায় তার ফেসবুক পেজ থেকে। একই পেজে পাওয়া যায় কাস্টমাইজড রুমাল, যা প্লাস্টিক-নির্ভর টিস্যুর ব্যবহার কমাতে সহায়ক।

সাদিকার ভাষায়, “প্রকৃতিকে ভালো রাখতে চাইলে দায় শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের।” এই বিশ্বাস থেকেই তার উদ্যোগগুলো শুধু পণ্য নয়, বরং সচেতনতার এক অনন্য আহ্বান।