
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এই প্রথম ভার্চুয়ালি এজিএম করলো কোম্পানিটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান দেশের বাহিরে থাকায় ও ভাইস চেয়ারম্যান অসুস্থ থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাঃ নূর আলী।
চার্টার্ড লাইফের সব শেয়ারহোল্ডাররা ওই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদন পর্যালোচার পর ভোটের মাধ্যমে অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
শেয়ার বিজনেস24.কম