ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল হক বিশ্বাসসহ বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার বিজনেস24.কম