ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লাফিয়ে বেড়ে এক ডজন কোম্পানির দর এখন ২ থেকে ৫গুণ!

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

লাফিয়ে বেড়ে এক ডজন কোম্পানির দর এখন ২ থেকে ৫গুণ!

গত ২৪ আগস্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৭ টাকা ২০ পয়সা। ১৯ সেপ্টেম্বর লেনদেন শেষে এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ প্রায় এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

শুধু ক্রিস্টাল ইন্স্যুরেন্স নয়, সাম্প্রতিক সময়ে বেশকিছু কোম্পানির শেয়ার দাম এমন অস্বাভাবিক হারে বেড়েছে। এমন একটি কোম্পানি এমারেল্ড অয়েল। গত ২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা। সেখান থেকে লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম বেড়ে পাঁচগুণ হয়েছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। তবে সম্প্রতি ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এরপর ২০২৩ সালের ৩১ মার্চ সময়ের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। অবশ্য এই লভ্যাংশ ঘোষণা আসার আগে থেকেই অস্বাভাবিক হারে কোম্পানিটির শেয়ার দাম বাড়া শুরু হয়।

শেয়ারের অস্বাভাবিক দাম বাড়া আরেক কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দাম কিছুটা কমেছে। তবে এর আগেই এক মাসের কম সময়ের মধ্যে দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দাম ছিল ২৮ টাকা ৮০ পয়সা। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ১২ সেপ্টেম্বর প্রতিটি শেয়ারের দামে ৫৭ টাকা ৪০ পয়সায় ওঠে। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সম্প্রতি শেয়ারবাজারে দুই ডজনের বেশি প্রতিষ্ঠানের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর মধ্যে দুই সপ্তাহ ধরে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে বিমা কোম্পানিগুলো। বেশকিছু বিমা কোম্পানির শেয়ার দাম এরই মধ্যে ৫০ শতাংশের ওপরে বেড়ে গেছে।

এর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্সসহ কয়েকটি বিমা কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এর আগে মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লিগ্যাসি ফুটওয়্যারসহ বেশকিছু কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ে।

 

শেয়ার বিজনেস24.কম