
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১৮ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা। অর্থাৎ, লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।
এ ছাড়া চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে শেয়ার প্রতি কনসুলেটেড নগদ অর্থপ্রবাহ ছিল ৩৭ পয়সা লোকসান, আগের বছর যা ছিল ৪১ পয়সা লোকসান।
প্রান্তিক শেষে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রাইম ফাইন্যান্সের শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সা।
লোকসানের প্রবণতা কিছুটা হ্রাস পেলেও, কোম্পানিটির জন্য ভবিষ্যৎ আয় প্রবৃদ্ধির দিকটি নজরদারির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।