ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বোনাস লভ্যাংশে আটকে অগ্রণী ইন্স্যুরেন্স, নেই বিএসইসির অনুমোদন

বোনাস লভ্যাংশে আটকে অগ্রণী ইন্স্যুরেন্স, নেই বিএসইসির অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি মোট ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস। তবে বোনাস অংশটি বিতরণ করতে হলে বিএসইসির অনুমোদন বাধ্যতামূলক।

ঘোষণার পর কোম্পানিটি ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করলেও এখনো পর্যন্ত বোনাস শেয়ারের জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি না আসায়, সেটি কার্যকর হচ্ছে না। বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি পুনরায় রেকর্ড ডেট নির্ধারণ করবে।

উল্লেখ্য, পুঁজিবাজার আইন অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারে না। ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।