ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিনিয়োগে উৎসাহ দিতে বিও ফি বাতিলের পথে বিএসইসি

বিনিয়োগে উৎসাহ দিতে বিও ফি বাতিলের পথে বিএসইসি

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এক জরুরি বৈঠকে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা ও রক্ষণাবেক্ষণের ফি বাতিলের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে, বিনিয়োগকারীদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত নগদ জমা ও উত্তোলনের অনুমতির পরিকল্পনাও রয়েছে।

গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন। বৈঠকে বাজারে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে নীতিগত ও প্রণোদনামূলক বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাজারকে অন্তর্ভুক্তিমূলক করতে বিএসইসি এখন থেকে প্রতি মাসেই স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করবে। এতে বাজার সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

সভায় আরও যেসব প্রস্তাব এসেছে, তার মধ্যে রয়েছে— তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানো, মূলধন লাভ কর (Capital Gain Tax) বাতিল, এবং ডিভিডেন্ড করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার প্রস্তাব।

বিএসইসি কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে স্বচ্ছতা বাড়বে, আস্থা ফিরবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে। বিশ্লেষকরাও বলছেন, দীর্ঘদিনের দরপতন ও আস্থার সংকট কাটাতে এসব পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী, তবে এর বাস্তবায়নে প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সংশ্লিষ্ট সংস্থার সক্রিয় সহযোগিতা।

এই উদ্যোগগুলো বাজারে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে গতি ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।