ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নগর ভবনে তালা, ইশরাকের শপথ দাবিতে সড়ক অবরোধ

নগর ভবনে তালা, ইশরাকের শপথ দাবিতে সড়ক অবরোধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আজ সোমবার সকাল ১০টা থেকে গুলিস্তানে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা নগর ভবন ও তার আশপাশের এলাকায় অবস্থান নেন, যার ফলে জনদুর্ভোগ বাড়ছে।

সমর্থকদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে ইশরাক এখনও শপথ নিতে পারছেন না। তাঁরা বলছেন, যত দিন না শপথ অনুষ্ঠিত হবে, তত দিন আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনও কোনো উদ্যোগ না আসায় গত বুধবার থেকে ইশরাকপন্থীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

এদিকে, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রায় ও গেজেটের পর কোনো আইনি জটিলতা আছে কি না, তা জানার জন্য আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।