
নুরুল হাসান ও মাহিদুল ইসলামের ঝলমলে সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে ৮৭ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেনকে দ্রুত হারালেও ইনিংস টেনে তোলেন এনামুল হক ও মোহাম্মদ নাঈম। দুজনই ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। এরপর নুরুল ও মাহিদুল গড়েন দুর্দান্ত ২২৫ রানের জুটি। ভাগ্য কিছুটা সহায় হলেও তাঁদের দৃঢ়তায় গড়া রান পাহাড় ঠেকাতে ব্যর্থ হয় কিউই বোলাররা।
নুরুল ১০১ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১১২ রান করে আউট হন, মাহিদুল খেলেন ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস। তাঁদের সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিউজিল্যান্ড ‘এ’ দ্রুত ছন্দ হারায়। ওপেনার ডেল ফিলিপস ৫৪ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন। তবে বাকিরা খুব একটা দাঁড়াতে পারেননি। পুরো দল গুটিয়ে যায় ৪৩.১ ওভারে ২৫৭ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন নেন তিনটি উইকেট, দুটি করে উইকেট ভাগাভাগি করেন শরীফুল, তানভীর এবং শামীম।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ মে।
এই জয়ে তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল ভবিষ্যতের জন্য বড় আশা জাগিয়েছে।