ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তিন ম্যাচ বাকি রেখেই ভারত ছাড়ছেন অজি তারকারা

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ২৮ নভেম্বর ২০২৩

তিন ম্যাচ বাকি রেখেই ভারত ছাড়ছেন অজি তারকারা

বিশ্বকাপ শেষ না হতেই ঘরের মাটিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে ভারত। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে বড় দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে সিরিজের আরো তিন ম্যাচ বাকি রেখেই দেশে চলে যাচ্ছেন বিশ্বকাপজয়ী একাধিক অজি তারকারা।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচের দুটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় নিজেদের টি-টোয়েন্টি স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনল অজিরা। আজ তৃতীয় ম্যাচ হারলেই সিরিজ খুয়াবে ওয়েডের দল। তবে এর আগে দলের ছয় জন বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে দেশে ফেরত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে অজি ক্রিকেট বোর্ড। নতুন আরো চার ক্রিকেটার দলে ডেকেছে অস্ট্রেলিয়া। ডাক পাওয়া চারজন হলেন জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস এবং ক্রিস গ্রিন।

এদিকে ভারত ছেড়ে দেশে ফিরছেন স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা,গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জশ ইংলিস এবং শন অ্যাবট।

বাকি তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্রিস গ্রিন, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, তানভির স্যাঙ্গা, ম্যাথু শর্ট, কেইন রিচার্ডসন।

শেয়ার বিজনেস24.কম