ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইনজুরি, প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ইনজুরি, প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে ,চোটে পড়েছেন তিনি, আছে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা।

ইনজুরির কারণে আজকের প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন বলে জানা গেছে গণমাধ্যমের খবরে। প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে টাইগার অধিনায়ক পায়ে ব্যাথা পেয়েছেন। এ কারণেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নেই তিনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদী মিরাজ। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

গতকাল অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যাথা পেয়েছেন সাকিব। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বেশ খানিকটা ফুলে গেছে তাঁর পা। এদিকে সাকিবের চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

শেয়ার বিজনেস24.কম