ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ জুন শুরু

কেনাকাটা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৮, ৩০ মে ২০২৩

আপডেট: ১৩:৪৮, ৩০ মে ২০২৩

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ জুন শুরু

পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ জুন। ওই দিন টিকিট দেওয়া হবে ২৪ জুনের ও ১৮ জুনে দেওয়া হবে আগামী ২৮ জুনের অগ্রিম টিকিট।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, ঈদুল আজহায় ৮টি বিশেষ ট্রেন চলবে। এসব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কেনা যাবে। ঢাকা থেকে বর্হিগামী আন্তঃনগর ট্রেনের মোট আসন ২৯ হাজার। আর ঈদের ফিরতি টিকিট ২২ জুন থেকে দেওয়া হবে। ওইদিন কাটা যাবে ২ জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত কাটতে পারবে ফিরতি টিকিট। ওইদিন দেওয়া হবে ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।

শেয়ার বিজনেস24.কম