ঢাকা   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সংসদের উচ্চকক্ষ মমতাজ-সুবর্ণাদের ‘ভরণপোষণ কেন্দ্র’ হবে: এ আশঙ্কায় এবি পার্টি

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৯, ২৭ মে ২০২৫

আপডেট: ২১:২৮, ২৭ মে ২০২৫

সংসদের উচ্চকক্ষ মমতাজ-সুবর্ণাদের ‘ভরণপোষণ কেন্দ্র’ হবে: এ আশঙ্কায় এবি পার্টি

দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবে নীতিগতভাবে দ্বিমত পোষণ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। তবে সব রাজনৈতিক দল একমত হলে তারা আপত্তি করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, প্রস্তাবিত উচ্চকক্ষ কার্যকর না হয়ে বরং ‘ভরণপোষণ কেন্দ্র’তে পরিণত হতে পারে। তাঁর ভাষায়, “দ্বিতীয় চেম্বারটা মমতাজ, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূরদের ভরণপোষণ কেন্দ্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলো সংসদ সদস্য মনোনয়নে গরুর হাটের মতো টেন্ডার করে। অর্থের বিনিময়ে মনোনয়ন না পাওয়া ব্যক্তিদের উচ্চকক্ষে পাঠানোর মাধ্যমে একটি নতুন লুটপাটের ক্ষেত্র সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

৫৩ বছরে দেশে মাত্র ১০০ জন ভালো সংসদ সদস্য হয়নি মন্তব্য করে ফুয়াদ বলেন, একটি কক্ষই এখনো কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। সেখানে দুটি কক্ষের কথা চিন্তা করাও অযৌক্তিক। তিনি বলেন, “উচ্চকক্ষ করার জন্য যে রাজনৈতিক পরিপক্বতা দরকার, সেটা আমি প্রথম চেম্বারেই দেখাতে পারিনি।”

এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার সমন্বয় কমিটি।