টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক শুবমান গিলকে বাইরে রেখে টি–টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আজ ঘোষিত দলে গিলের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ ৫১৭ রান করে নির্বাচকদের নজর কাড়েন কিষান, আর তারই পুরস্কার মিলল বিশ্বকাপ দলে জায়গা পেয়ে। গিলের অনুপস্থিতিতে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে ব্যাট হাতে ভুগছেন শুবমান গিল। শেষ ১৫ টি–টোয়েন্টি ম্যাচে ২৪.২৫ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ২৯১ রান। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটেও রানখরা চলছে—শেষ ২২ ইনিংসে নেই কোনো ফিফটি, মোট রান ২৪৪। তবু তাঁর নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ ধাপ হিসেবে আগামী ২১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে বহুল প্রতীক্ষিত টি–টোয়েন্টি বিশ্বকাপ।
ঘোষিত স্কোয়াডে ‘ফিনিশার’ হিসেবে আস্থা রাখা হয়েছে রিংকু সিংয়ের ওপর। পেস আক্রমণে থাকছেন যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ভারত।
গিলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার জানান, এটি ফর্ম নয়—পুরোটাই দলের কম্বিনেশনের সিদ্ধান্ত। তাঁর ভাষায়, “টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান থাকলে দলের জন্য সুবিধা হয়। মাত্র ১৫ জনের স্কোয়াডে কাউকে না কাউকে বাদ দিতেই হতো।” অধিনায়ক সূর্যকুমার যাদবও একই সুরে বলেন, কৌশলগত কারণেই গিলের বদলে ঈশান কিষানকে বেছে নেওয়া হয়েছে।
























