ঢাকা   মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশে

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪১, ১৬ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশে

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্যারাট্রুপাররা বিশ্বরেকর্ড গড়ে দিয়েছে। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে ইতিহাস সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে অবতরণ করেন। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে একসাথে প্যারাস্যুটিং করার রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজনটি সম্পন্ন হয়।

এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে ফ্লাইপাস্ট মহড়া প্রদর্শন করে। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে শোভা প্রদর্শন করে, যা পুরো আয়োজনকে আরও দৃশ্যমান ও মনোমুগ্ধকর করে তোলে।

সর্বশেষ