
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ঘরহারা হওয়া চার জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩০ এপ্রিল) ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে আধুনিক সুবিধাসম্পন্ন ঘর হস্তান্তর করা হয়েছে। ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আবাসন প্রকল্পের উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস। তার পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন।
বন্যায় ঘর হারানো মানুষের কষ্ট লাঘব করতে সরকার বিশেষ উদ্যোগ নেয়। গৃহহীন পরিবারগুলোর আর্থিক সামর্থ্য, পেশা, দারিদ্র্যস্তর, ঘরের ক্ষতির পরিমাণ ও স্থানীয় অগ্রাধিকার বিবেচনায় একটি তালিকা তৈরি করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও অন্যান্য প্রতিনিধি মিলিয়ে গঠিত কমিটি এ তালিকা চূড়ান্ত করে।
প্রকল্পের আওতায় ফেনীতে ১১০টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি ঘর বিতরণ করা হয়। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, কমন স্পেস, রান্নাঘর, টয়লেট ও বারান্দা। ঘরগুলোর আয়তন ৪৯২ থেকে ৫০০ বর্গফুট এবং নির্মাণ ব্যয় প্রায় ৭ লাখ ২৬ হাজার টাকা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৫০ কোটি টাকার মধ্যে ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রকল্পের সফল বাস্তবায়নে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী।
এই ঘরগুলো শুধু আশ্রয়ের জায়গা নয়, বরং ঘরহারা মানুষদের জীবনে নতুন সূর্যোদয়ের প্রতীক।