ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় বিজিবির সফল অভিযান: সাত লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪, ১০ মার্চ ২০২৫

কুষ্টিয়ায় বিজিবির সফল অভিযান: সাত লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ

কুষ্টিয়ায় বিজিবির (৪৭ ব্যাটালিয়ন) অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে অভিযান চালায়।

বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার

অভিযানে ১২ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ১২ কার্টুনে প্রায় সাত লক্ষ শলাকা নকল বিড়ি পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি

কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বলেন, “অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও একটি নসিমন ভ্যান জব্দ করা হয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব ফাঁকি রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত বিড়ি ও নসিমন বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার বিজনেস24.কম