
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি পেছানো হয়েছে। আপিল বিভাগ আগামী ২০ ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন। এর আগে, রিভিউ আবেদনের শুনানির জন্য ৯ জানুয়ারি এই তারিখ নির্ধারিত ছিল।
সকাল পৌনে ১০টায় শুনানির কার্যক্রম শুরু হলে, জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক মামলাটি উত্থাপন করেন। আদালত জানান, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হলো।
বিচারপ্রক্রিয়ার সংক্ষিপ্ত ইতিহাস
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল থাকে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
আজহারুল তার রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন ২০২০ সালের ১৯ জুলাই। দীর্ঘ প্রক্রিয়ার পর আজ সেই আবেদন শুনানির নতুন তারিখ ঘোষণা করা হলো।
আজহারুল ইসলাম বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
শেয়ার বিজনেস24.কম