ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ডিসিদের প্রস্তাব: পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার সুপারিশ

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭, ৯ জানুয়ারি ২০২৫

ডিসিদের প্রস্তাব: পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার সুপারিশ

জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে পুলিশ বাহিনীর হাতে প্রাণঘাতী অস্ত্র, যেমন চায়নিজ রাইফেল, সাব মেশিনগান (এসএমজি), ও ৯ এমএম পিস্তলের ব্যবহার বন্ধের প্রস্তাব এসেছে। শটগান ও ছররা গুলির ব্যবহারও নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিন দিনের ডিসি সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে এসব প্রস্তাব জমা দেয়া হয়েছে। ডিসিরা মনে করছেন, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকলে আইনশৃঙ্খলা রক্ষায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে, বিশেষত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে যখন আইনশৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল।

পুলিশ সংস্কার কমিশনও একই মত পোষণ করেছে, তবে কিছু পুলিশ কর্মকর্তারা মনে করেন, কিছু এলাকায় প্রাণঘাতী অস্ত্র ছাড়া পুলিশ কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না।

এছাড়া, ডিসিরা আরও কিছু প্রস্তাবও দিয়েছেন, যেমন জেলা প্রশাসকের অধীনে বিশেষায়িত দল গঠন, পুলিশ কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি যোগ করা এবং প্রশাসনিক কার্যক্রমে আরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রস্তাব।

শেয়ার বিজনেস24.কম