
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দিদারুল আলম। বৃহস্পতিবার (১১মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের এই যুগ্মসচিবকে রাষ্ট্রপতির একান্ত সচিব নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. দিদারুল আলমকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে’।
বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা মো. দিদারুল আলম ২০২০ সালের ১ সেপ্টেম্বর উপসচিব পদে পদোন্নতি পান।
২০২২ সালের ৩০ জুন যুগ্মসচিব হন। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। এবছরের ১৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার বিভাগে বদলি হন।
গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে পথচলা শুরু হয় মো. সাহাবুদ্দিনের। তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে গত ৩ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পান পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।
শেয়ার বিজনেস24.কম