ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রাণ বাঁচাতে পারে সময়মতো ক্যানসার স্ক্রিনিং, জানুন কারা করাবেন কোন পরীক্ষা

স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৮, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

প্রাণ বাঁচাতে পারে সময়মতো ক্যানসার স্ক্রিনিং, জানুন কারা করাবেন কোন পরীক্ষা

ক্যানসার—শব্দটা শুনলেই মনে ভর করে ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। অথচ সময়মতো স্ক্রিনিং করালে এই প্রাণঘাতী রোগটি নিরাময়যোগ্য হতে পারে। অনেকেই জানেন না, কোনো উপসর্গ প্রকাশের আগেই কিছু পরীক্ষার মাধ্যমে শরীরে ক্যানসারের উপস্থিতি বা ঝুঁকি শনাক্ত করা যায়। একেই বলা হয় ক্যানসার স্ক্রিনিং।

যেসব ক্যানসার প্রথম দিকে ধরা পড়ে, সেগুলোর চিকিৎসা অনেক সহজ হয় এবং মৃত্যুঝুঁকিও কমে যায়। বিশেষ করে জরায়ুমুখ, স্তন ও কোলন ক্যানসার স্ক্রিনিংয়ের মাধ্যমে আগেভাগে ধরা সম্ভব। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে প্যাপস্মিয়ার ও এইচপিভি টেস্ট এবং টিকাদান কার্যকর ভূমিকা রাখতে পারে।

২০ থেকে ৬০ বছর বয়সী নারীদের প্রতি তিন বছর অন্তর প্যাপস্মিয়ার পরীক্ষা করানো উচিত। আর স্তন ক্যানসারের ক্ষেত্রে ৪৫ থেকে ৭৫ বছর বয়সীদের বছরে একবার ম্যামোগ্রাম করানো জরুরি। ২০ বছরের পর থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করাও অভ্যাস করতে হবে।

পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ও ফুসফুসের ক্যানসার এবং ধূমপায়ী বা যাঁদের পরিবারে ক্যানসার ইতিহাস আছে, তাঁদের বিশেষভাবে সচেতন থাকা দরকার। নিয়মিত ফিজিক্যাল চেকআপ, রক্ত, প্রস্রাব ও মলের নমুনা পরীক্ষা, আলট্রাসাউন্ড, এক্স-রে, এন্ডোস্কোপি, বা কলোনোস্কপি করে সহজেই এসব ক্যানসার স্ক্রিনিং করা যায়।

চিকিৎসক যদি স্ক্রিনিংয়ের পরামর্শ দেন, তার মানেই ক্যানসার হয়েছে—এমনটা ভাবার কিছু নেই। বরং নিয়মিত স্ক্রিনিং করা হলে অনেক জীবন বাঁচানো সম্ভব। তাই এখনই নিজের ও পরিবারের সচেতনতা বাড়ান এবং প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে রাখুন।

সর্বশেষ