ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

“নির্বাচন চাই” স্লোগানে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৭, ১ মে ২০২৫

সর্বশেষ

“নির্বাচন চাই” স্লোগানে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রুয়া নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবিতে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির। সন্ধ্যা নাগাদ একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেও আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন—নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের ঘোষণা না এলে আন্দোলন চলবে।

কর্মসূচিতে শিবির নেতারা স্লোগান দেন—‘রুয়া নিয়ে টালবাহানা চলবে না’, ‘সিন্ডিকেট না নির্বাচন, চাই গণভোটের আয়োজন’। শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এই প্রশাসন যদি একটি অ্যালামনাই সংগঠনের নির্বাচনই দিতে না পারে, তাহলে রাকসু নির্বাচন বাস্তবায়ন করবে কীভাবে?”

উল্লেখ্য, আগামী ৯ মে পুনর্মিলনী ও ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে সাবেকদের একাংশ নির্বাচন বর্জন করে। একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন এবং বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

এসব পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে উপ-উপাচার্য ও রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন খান নির্বাচন স্থগিতের নোটিশ দেন। এর পরপরই ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে যান এবং ঘোষণা দেন—নির্বাচনের নতুন তারিখ না জানানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সর্বশেষ