জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) সংক্রান্ত সেবা শতভাগ অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
মূল তথ্য
-
আজ থেকে বাধ্যতামূলক: সব ইউপি আবেদন ও অনুমোদন সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে।
-
মানুয়াল প্রক্রিয়া বন্ধ: আর কাগজপত্র জমা দিতে বা কাস্টমস বন্ড কমিশনারেটে যেতে হবে না।
-
এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সব আবেদন অনলাইনে ইস্যু হবে।
সুবিধাসমূহ
-
ইউপি সংক্রান্ত সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহি মূলক।
-
ম্যানুয়াল ও ব্যক্তিনির্ভর প্রক্রিয়া কমবে।
-
আবেদন প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে।
-
বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ ও নজরদারি আরও কার্যকর হবে।
-
বন্ডসংক্রান্ত বিরোধ ও মামলা কমে আসবে।
প্রভাব
অনলাইনে ইউপি সেবা চালু হওয়ার ফলে বন্ডেড ওয়্যারহাউজ ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো আরও সুবিধা পাবে।
এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।
























