ঢাকা   বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

এনবিআর শুরু করেছে শতভাগ অনলাইনে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ১ জানুয়ারি ২০২৬

এনবিআর শুরু করেছে শতভাগ অনলাইনে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) সংক্রান্ত সেবা শতভাগ অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

মূল তথ্য

  • আজ থেকে বাধ্যতামূলক: সব ইউপি আবেদন ও অনুমোদন সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে।

  • মানুয়াল প্রক্রিয়া বন্ধ: আর কাগজপত্র জমা দিতে বা কাস্টমস বন্ড কমিশনারেটে যেতে হবে না।

  • এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সব আবেদন অনলাইনে ইস্যু হবে।

 সুবিধাসমূহ

  • ইউপি সংক্রান্ত সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহি মূলক।

  • ম্যানুয়াল ও ব্যক্তিনির্ভর প্রক্রিয়া কমবে।

  • আবেদন প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে।

  • বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ ও নজরদারি আরও কার্যকর হবে।

  • বন্ডসংক্রান্ত বিরোধ ও মামলা কমে আসবে।

 প্রভাব

অনলাইনে ইউপি সেবা চালু হওয়ার ফলে বন্ডেড ওয়্যারহাউজ ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো আরও সুবিধা পাবে।
এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।