ঢাকা   বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ডিসেম্বরেই পাঁচ ব্যাংকের আমানত ফেরত নিশ্চিত

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৯, ১৮ ডিসেম্বর ২০২৫

ডিসেম্বরেই পাঁচ ব্যাংকের আমানত ফেরত নিশ্চিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই পাঁচটি একীভূত ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় গভর্নর এই নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে আইটি সিস্টেম ইন্টিগ্রেশন দ্রুত শেষ করা, গ্রাহক চেক কার্যকারিতা নিশ্চিত করা এবং একক মানবসম্পদ নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। এই ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারী এবং তাদের মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে।

আগামী জানুয়ারিতে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তবে গভর্নর নিশ্চিত করেছেন যে উদ্বোধনের আগেই আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। ব্যাংকের পরিচালনা পর্ষদও এ বিষয়ে একমত পোষণ করেছে এবং আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।