ঢাকা   বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

আবারও কমলো সঞ্চয়পত্রের মুনাফা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫২, ১ জানুয়ারি ২০২৬

আবারও কমলো সঞ্চয়পত্রের মুনাফা

সরকার ছয় মাসের ব্যবধানে আবারও জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। নতুন হার ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) এই ঘোষণা দিয়েছে।

 নতুন মুনাফার হার

সর্বোচ্চ হার: ১০.৫৯%

সর্বনিম্ন হার: ৮.৭৪%

গত জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফা কমানো হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাসে সরকার মুনাফার হার পর্যালোচনা করে থাকে।

 বিনিয়োগ অনুযায়ী পার্থক্য

পরিবার সঞ্চয়পত্র:

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৩% → ১০.৫৪%

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

পেনশনার সঞ্চয়পত্র:

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৮% → ১০.৫৯%

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

৫ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮৩% → ১০.৪৪%

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮২% → ১০.৪৮%

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৭৭% → ১০.৪৩%

বিশেষ দ্রষ্টব্য

১ জুলাই ২০২৫-এর আগে ইস্যু হওয়া সঞ্চয়পত্রে সেই সময়ের মুনাফার হারই কার্যকর থাকবে।

পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রযোজ্য হবে।

আগামী ছয় মাস পর আবারও মুনাফার হার পর্যালোচনা করা হবে।