ঢাকা   সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

একীভূত ৫ ব্যাংকে মালিকদের কর্তৃত্ব শেষ

একীভূত ৫ ব্যাংকে মালিকদের কর্তৃত্ব শেষ

একীভূতকরণের চূড়ান্ত ধাপে পাঁচটি ব্যাংকের সব শেয়ারহোল্ডারের শেয়ারমূল্য শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান মালিকরা আনুষ্ঠানিকভাবে কর্তৃত্ব হারিয়েছেন। এখন সম্পূর্ণ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের হাতে এসেছে।

সোমবার (২২ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তরের পথে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, একীভূতকরণের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে

এর আগে ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তখনই একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়।

তবে সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি বিবেচনায় রাখা হবে। অর্থ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, ক্ষতিপূরণের সিদ্ধান্ত পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে