
তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয়। অনেকের কাছেই এটা একপ্রকার নেশার মতো। ঠিক তেমনই যদি প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো একটি জিনিস হঠাৎ হাতে আসে, তবে সেটা সযত্নে রাখার ইচ্ছা কি আর চেপে রাখা যায়? এবার ‘কিং অব পপ’-এর পুরোনো মোজা ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
গত বুধবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়েছিল। মনে করা হয়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে জ্যাকসন এটি পরেছিলেন। সূত্রের খবর, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে খবর।
মাইকেল জ্যাকসন ১৯৯৭ সালে তাঁর বিখ্যাত ট্যুরে সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যাতে ছিল ঝিকিমিকি রাইনস্টোন। সেই মোজাটিই নিলামে উঠেছিল।
নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা মোজাটি এক টেকনিশিয়ান খুঁজে পান। বহু বছর পর, সেখান থেকেই এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামে।
ফ্রান্সের আন্তর্জালভিত্তিক নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, একসময় ঝকঝকে থাকা সেই মোজার গায়ে এখন দাগ পড়েছে, রাইনস্টোনগুলোর ঔজ্জ্বল্য ম্লান।
এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের পরে থাকা একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের বেশি দামে।
২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।