ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এসএসসির টেস্টের ফল ২৬ অক্টোবরের মধ্যে

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩

এসএসসির টেস্টের ফল ২৬ অক্টোবরের মধ্যে

আগামী বছরের এসএসসির টেস্ট পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হবে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুর হবে। ফরম পূরণের সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিসহ যথাসময়ে জানানো হবে।

শেয়ার বিজনেস24.কম