ঢাকা   সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

মেহেরপুরে সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ

গ্রামবাংলা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১০, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৩, ২২ আগস্ট ২০২৫

মেহেরপুরে সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাস কাটার জন্য অবৈধভাবে ভারত সিমান্তের অভ্যন্তরে গেলে তাকে বিএসএফ তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তাকে ফেরত পেতে বিজিবি-র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব মোর্শেদ রহমান জানান, গাংনী উপজেলার কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৩২/১৫ আর এর কাছ দিয়ে কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে কৃষক ইকবাল হোসেন (৩৮) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অবৈধভাবে সিমান্তের শুণ্যরেখা অতিক্রম করে এবং ১শ গজ ভারতের অভ্যান্তরে কুতুবপুর নামক মাঠে ঘাস কাটতে যায়।

এ সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর তেইনপুর ক্যাম্পের সদস্যরা আটক করে। আটক ইকবাল হোসেনকে বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। বিএসএফের হাতে আটক বাংলাদশিকে ফেরত আনার জন্য কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর রাউথবাড়ী কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আটক বাংলাদেশিকে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।