
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উপলক্ষে আগামী ২৯ মে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানটি সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এই সময়টিতে যানজট এড়াতে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, অনুষ্ঠানে উচ্চপর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তা এবং শহীদ শান্তিরক্ষীদের পরিবারবর্গ উপস্থিত থাকবেন। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নির্দিষ্ট সড়কে যানচলাচলে সাময়িক চাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।