ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানার ধর্মঘট প্রত্যাহার

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৯, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ১৩:০১, ১৮ মার্চ ২০২৩

সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানার ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে আলোচনার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানায় শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল থেকে অক্সিজেন কারখানাগুলোতে পুনরায় কাজ চালু ও উৎপাদন শুরু হয়েছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পারভেজ উদ্দিন শান্টুকে গ্রেপ্তার ও কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন বিএসবিআরএ’র নেতারা।

বিএসবিআরএ’র নেতারা জানান, সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার কারখানাটির মালিক মালিক পারভেজ উদ্দিন শান্টুকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হয়। এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে সভা করে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়। সীতাকুণ্ডের প্রায় ১০টি অক্সিজেন কারখানায় এই ধর্মঘটের আওতায় অক্সিজেন উৎপাদন ও সরবরাহর বন্ধ রাখে। তবে শুক্রবার রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার বিজনেস24.কম