
দীর্ঘদিনের গুঞ্জন এবার সত্যি হলো—মেট গালার লালগালিচায় প্রথমবারের মতো পা রাখতে চলেছেন বলিউডের কিং খান, শাহরুখ খান। মাসখানেক আগে থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল, বিশেষ করে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেওয়ার পর থেকেই গুঞ্জনের সূচনা। এরপর ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখের নাম উঠে আসায় আরও জোরালো হয় সেই সম্ভাবনা।
সব জল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। গতকাল বিমানবন্দরে তাঁকে ম্যানেজার পূজার সঙ্গে দেখা গেছে। মূলত মেট গালার জন্য সব্যসাচীর তৈরি পোশাকের ফিটিং ও ট্রায়ালের কাজেই আগেভাগে তাঁর নিউইয়র্ক যাত্রা।
এবারই প্রথমবারের মতো কোনো বলিউড অভিনেতা অংশ নিচ্ছেন মেট গালার মতো ঐতিহ্যবাহী ফ্যাশন আয়োজনের মূল মঞ্চে। এর আগে বলিউড থেকে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট মেট গালায় অংশ নিয়েছেন, তবে তাঁরা সবাই ছিলেন নারী তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন পুরুষ তারকা হিসেবেও একজন—তাও আবার শাহরুখ খানের মতো আইকনিক ফিগার।
শুধু পোশাকই নয়, শাহরুখের মেট গালা লুকের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে তাঁর অনুষঙ্গ—একটি দৃষ্টিনন্দন ব্রেসলেট। এতে থাকছে সূক্ষ্ম কারুকার্য, হীরা-মুক্তা খচিত ডিজাইন এবং বিশেষ চিহ্ন হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের নকশা। সব্যসাচীর ইনস্টাগ্রামে এই ব্রেসলেটের ছবি প্রকাশের পর থেকেই ভক্তমহলে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে যে, এটি কিং খানের জন্যই তৈরি।
শাহরুখের সঙ্গে আরও দুটি বলিউড তারকা এবার মেট গালায় অভিষিক্ত হচ্ছেন। তাঁদের একজন কিয়ারা আদভানি। মা হওয়ার ঘোষণা দেওয়ার পর এবারই প্রথম তাঁকে দেখা যাবে কোনো বড় আয়োজনে। গৌরব গুপ্তর ডিজাইন করা বিশেষ পোশাকে সন্তানসহ হাঁটবেন লালগালিচায়। অন্যদিকে, পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও জানিয়ে দিয়েছেন তাঁর প্রথম মেট গালা অংশগ্রহণের কথা, যদিও তাঁর পোশাক ডিজাইনার এখনো নিশ্চিত নয়।
এ ছাড়া এবারের মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া, ইশা আম্বানি ও নাতাশা পুনাওয়ালার মতো ভারতীয় পরিচিত মুখগুলোকেও দেখা যাবে। তবে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ নিঃসন্দেহে শাহরুখ খানের রাজকীয় উপস্থিতি, যা মেট গালার ইতিহাসে বলিউডের একটি নতুন অধ্যায় যুক্ত করবে।