ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৯ বছরের বোনকে ধর্ষণ করলো ১২ বছরের ভাই

বিশেষ প্রতিবেদন

প্রকাশিত: ১৮:২৪, ৭ নভেম্বর ২০১৬

৯ বছরের বোনকে ধর্ষণ করলো ১২ বছরের ভাই

নয় বছরের নিজের বোনকে ধর্ষণ করেছে ১২ বছরের ভাই।

যুক্তরাজ্যে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দিনের বেশিরভাগ সময় ১২ বছরের কিশোরের সময় কাটতো পর্ন সিনেমা দেখে। এর প্রভাবেই ওই বালক তার থেকে বছর তিনেকের ছোট বোনকে ধর্ষণ করে। তবে নাবালক হওয়ায় ধর্ষণে অভিযুক্ত ভাইয়ের বড় ধরনের কোনো শাস্তি হয়নি।

এদিকে লজ্জা ও রাগে বোন ঘোষণা করেছে তার ওই ভাইয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। ধর্ষক ভাইকে ৫ বছর কাটাতে হবে পুলিশের তত্ত্বাবধানে, মনোবিদদের দেখভালে। এ সময় ও ১৬ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবে না।

পুলিশি তদন্তের পর প্রমাণ হয়ে যায় ৬ বার নিজের বোনকে ধর্ষণ করে ওই ভাই। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে বোনকে ধর্ষণ করে ভাই। দেখা যায় ধর্ষক ভাই দিনের বেশিরভাগ সময়ই পর্ন সাইট দেখায় ব্যস্ত থাকত। তার `নেট হিস্ট্রি` থেকে দেখা যায় নানারকম বিকৃত পর্ন সার্চ করাটাই ছিল ওর শখ। ছেলেটির মা নিজেই পুলিশের কাছে ধর্ষণের কথা জানান।

শেয়ার বিজনেস24.কম