facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ মে বুধবার, ২০২৪

Walton

সবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সাথে মতবিনিময় সভা বিএইচবিএফসি’র


১৫ মে ২০২৪ বুধবার, ১১:১৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সাথে মতবিনিময় সভা বিএইচবিএফসি’র

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ঋণ সেবা প্রত্যাশী বিভিন্ন টার্গেট গ্রুপের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা ১৪ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় প্রতিষ্ঠানটির সদর দফতরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেণী-পেশার ঋণ প্রত্যাশী টার্গেট গ্রুপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মীনাক্ষী বর্মন এবং বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির সকল মহাব্যবস্থাপক, সদর দফতরে কর্মরত উপমহাব্যবস্থাপক, ঢাকা দক্ষিণ ও পূর্ব জোনের জোনাল ম্যানেজারসহ চারটি শাখার শাখা ব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশল এর আওতায় সেবার মানোন্নয়নে সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রত্যাশা ও পরামর্শ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ