
সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন শায়খ আহমদ আল হুজাইফি। নিয়োগের মাত্র সাত মাসের মাথায় তিনি এ সিদ্ধান্ত নিলেন। হারামাইন পরিষদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ সুদাইস তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং তার আগামীর প্রচেষ্টার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
শায়খ আহমদ আল হুজাইফির পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাধারণত এসব বিষয়ে হারামাইন পরিষদ কখনোই বিশদ ব্যাখ্যা দেয় না।
মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি বিন আবদুর রহমান আল হুজাইফির সন্তান শায়খ আহমদ আল হুজাইফি গত বছরের ৭ ডিসেম্বর মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সম্মতিক্রমেই তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে অবশ্য তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, শায়খ আহমদ আল হুজাইফি ১৪৩৮ হিজরি থেকে মসজিদে নববিতে তারাবি ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিন বছর পর ১৪৪১ হিজরিতে তিনি মসজিদে নববির নিয়মিত ইমামেরও দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি ইসলামিক ইউনিভার্সিটি মদিনা ও তাইবা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
শায়খ আহমদ আল হুজাইফির আগে এ বছরই মসজিদুল হারামাইনের আরেক জনপ্রিয় ইমাম পদত্যাগ করেন। ৩২ বছর দায়িত্ব পালন করার পর এ বছরের জানুয়ারিতে নিজ দায়িত্ব থেকে ইস্তফা দেন মসজিদে হারামের ইমাম শায়খ ড. সাউদ বিন ইবরাহিম আল শুরাইম। দুই বছর ধরে ইমামতিতে তার অনুপস্থিতি অনেক আগেই তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছিল।
শেয়ার বিজনেস24.কম