
বলিউড তারকা পরিণীতি চোপড়া-রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ের আসরে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু বজ্র আঁটুনি, ফস্কা গেরো! বিয়ের অতিথিদের মধ্যেই একজন বিয়ের অনুষ্ঠানের ভিডিও তুলে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই অতিথি আবার যেমন তেমন কেউ না। খোদ সলমন খানের নায়িকা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতের দিকেই ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ভিডিওগুলি পোস্ট করা হয়েছে। যা দেখে কারও বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়নি যে, ওই বিবাহ আসর আদতে রাঘব- পরিণীতিরই।
পুরনোদিনের দুর্গকেই ঝাঁ ছকচকে, পাঁচতারা প্যালেস বানানো হয়েছে। তার ভিতরে রয়েছে ছোট ছোট সুইমিংপুল, কৃত্রিম ঝর্না-সহ অনেককিছু। ইনস্টা স্টোরিতে সেসবই দেখা গিয়েছে। এর পাশাপাশি রাজস্থানি বাজনা, নাচ-গানের ভিডিও-ও পোস্ট করা হয়েছে। আর নিয়ম ভেঙে যিনি এই কাজটি করেছেন, তিনি হলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। সালমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির নায়িকা।
সেই ভাগ্যশ্রী নিয়ম ভেঙে বিয়ের আসরের ভিডিও তো করলেনই, সঙ্গে তা পোস্টও করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক অনেকেই।
ভাগ্যশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, এই বিয়ের সব অনুষ্ঠানই রাজকীয়, তবে তাতে কোনো পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া নেই, পুরোটাই ভারতীয় যেন। রাতের খাবারের ডাইনিং টেবিল থেকে সুইমিংপুল, জলাশয় দিয়ে ঘেরা বাগান, সবই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সেখানেই বসে গান গাইছেন রাজস্থানের শিল্পীরা। রাতের খাবরের টেবিল গোলাপ দিয়ে সাজানো।
শুধু এ ভিডিও নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের আরও কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, পরিণীতিকে ঢাকঢোল পিটিয়ে ও ফুল দিয়ে লীলা প্যালেসে স্বাগত জানানো হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেজেগুজে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় অনুষ্ঠানে যাচ্ছেন।
ঘোড়ায় চড়ে নয়, নৌকায় পরিণীতিকে বিয়ে করতে যাবেন রাঘব। রোববার রাঘব ও পরিণীতির এই রাজকীয় বিয়েতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও দেশের বিশিষ্ট রাজনীতিবিদেরা শামিল হবেন বলে জানা গেছে।
শেয়ার বিজনেস24.কম