ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা মার্কিন শেয়ারবাজারে

বিশেষ প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১২:৪৮, ১১ মার্চ ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা মার্কিন শেয়ারবাজারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। বাণিজ্য অংশীদারদের ওপর ধারাবাহিক শুল্ক আরোপের কারণে অর্থনৈতিক মন্দার শঙ্কা বেড়েছে, যার ফলে শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা গেছে। এর ফলে, গত মাসে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের শীর্ষ থেকে বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার কমেছে।

বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বৃদ্ধি

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি ব্যবসা, ভোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর ধারাবাহিক শুল্ক আরোপ এই অস্থিরতার মূল কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

ওয়েলথ এনহ্যান্সমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আয়াকো ইয়োশিওকা বলেন, "আমরা শেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। আগে যে কৌশল কাজ করত, এখন সেগুলোও আর কার্যকর হচ্ছে না।"

শেয়ারবাজারে ব্যাপক ধস

সোমবার মার্কিন পুঁজিবাজারে বিক্রির পরিমাণ আরও বেড়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ (.এসপিএক্স) এক দিনে ২.৭% কমে যায়, যা চলতি বছরে সর্বোচ্চ পতন। নাসডাক কম্পোজিট (.আইএক্সআইসি) ৪% কমেছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় একদিনের পতন।

সোমবার এসঅ্যান্ডপি ৫০০ গত ১৯ ফেব্রুয়ারির রেকর্ড শীর্ষ অবস্থান থেকে ৮.৬% কমে যায়, এবং বাজারমূল্য চার ট্রিলিয়ন ডলারের বেশি হ্রাস পায়। সূচক এখন ১০% পতনের সীমার কাছাকাছি পৌঁছে গেছে। নাসডাকও ডিসেম্বরের সর্বোচ্চ স্তর থেকে ইতোমধ্যে ১০% এর বেশি কমেছে।

ট্রাম্পের প্রতিক্রিয়া ও ব্যবসায়ীদের উদ্বেগ

ট্রাম্পের এই বাণিজ্য নীতি বিনিয়োগকারীদের আতঙ্কিত করবে কিনা বা শেয়ারবাজারে আরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে ইতোমধ্যে নেতিবাচক প্রভাব দেখা গেছে।

হিউস্টনে সিইআরএভিক সম্মেলনে ল্যাজার্ডের সিইও পিটার ওরসজাগ বলেন, "কানাডা, মেক্সিকো এবং ইউরোপের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্তে ব্যবসায়িক অনিশ্চয়তা তীব্রভাবে বেড়ে গেছে। ফলে বড় কর্পোরেশনগুলো তাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।"

তিনি আরও বলেন, "চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বিনিয়োগকারীরা বুঝতে পারলেও কানাডা, মেক্সিকো এবং ইউরোপের মতো মিত্র দেশগুলোর ক্ষেত্রে এই শুল্ক আরোপ বিভ্রান্তিকর। আগামী এক মাসের মধ্যে এর সমাধান না হলে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি এই বাণিজ্য নীতি অব্যাহত থাকে, তাহলে শেয়ারবাজারে আরও ধস নামার আশঙ্কা রয়েছে, যা পুরো বিশ্ব অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করতে পারে।

শেয়ার বিজনেস24.কম