ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ক্লডিয়া শেনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট

নারী ও নারী উদ্যোক্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ৩ জুন ২০২৪

ক্লডিয়া শেনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট

ক্লডিয়া শেনবাউম মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে চলেছেন। নির্বাচন কমিশন বলছে তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেতে চলেছেন। নির্বাচিত হলে তিনিই হবেন দেশটি প্রথম নারী প্রেসিডেন্ট।

বিপরীতে রক্ষণশীল দলগুলোর জোটের নেতা জোচিটল গালভেজ পেতে পারেন ২৬ থেকে ২৮ শটাংশ ভোট। ৮ জুন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। মেক্সিকোর ক্ষমতাসীন দল মোরেনা পার্টি ইতিমধ্যেই নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী ক্লডিয়া শেইনবাউমের বিজয় দাবি করছে। খবর আল জাজিরা

মেক্সিকোকে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত হওয়ার পর শেনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মেক্সিকানদের হতাশ হতে দেবেন না। তিনি বলেন, আমি আপনাদের হেরে যেতে দেব না।

ক্লডিয়া শেইনবাউম একজন সাবেক বিজ্ঞানী যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের ক্ষমতাসীন দলের প্রার্থী।

দেশটির সংবিধান অনুযায়ী, ছয় বছরের মেয়াদে একবারই প্রেসিডেন্ট পদে থাকা যাবে। যার কারণে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও । ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লোপেজ ওব্রাদর এবার নির্বাচনে যাননি।

শেয়ার বিজনেস24.কম