ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে চলতি সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৫২টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব সভায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আগে থেকেই ঘোষিত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন পাওয়ার কথা রয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এজিএমে অংশ নিতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইফাদ অটোস, সিকদার ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যালস, অ্যাটলাস বাংলাদেশ, ডমিনেজ স্টিল, টেকনো ড্রাগস, ইউনিক হোটেল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ বিভিন্ন খাতের শীর্ষ ও মাঝারি মূলধনের কোম্পানি।
২১ ডিসেম্বর সকাল ১০টায় এমএল ডাইং, বেলা সাড়ে ১১টায় উসমানিয়া গ্লাস এবং দুপুর সাড়ে ১২টায় শার্প ইন্ডাস্ট্রিজের এজিএম অনুষ্ঠিত হবে। এমএল ডাইং ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উসমানিয়া গ্লাস ও শার্প ইন্ডাস্ট্রিজ কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
২২ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে আনলিমা ইয়ার্ন, দেশবন্ধু পলিমার, মেঘনা সিমেন্ট, জিবিবি পাওয়ার ও আইসিবি ইসলামিক ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে ক্রাউন সিমেন্ট ২১ শতাংশ, মীর আক্তার হোসেন ১০.৫০ শতাংশ, এমজেএল বিডি ৫২ শতাংশ, একমি ল্যাবরেটরিজ ৩৫ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইল ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের জন্য এজিএম করবে।
২৩ ডিসেম্বর বিকন ফার্মা (২১ শতাংশ), জেএমআই সিরিঞ্জ (১০ শতাংশ), রানার অটো (১০ শতাংশ), সামিট অ্যালায়েন্স পোর্ট (১৮ শতাংশ) ও ওরিয়ন ইনফিউশন (২০ শতাংশ) ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সভায় যাবে। এদিন বিডি বিল্ডিং সিস্টেমস, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা পেপার মিলস ও ওরিয়ন ফার্মা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২৪ ডিসেম্বর ডিভিডেন্ড অনুমোদনের সবচেয়ে ব্যস্ত দিন। বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল উভয়ই ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের জন্য এজিএম করবে। পাশাপাশি খান ব্রাদার্স, সামিট পাওয়ার, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), তিতাস গ্যাস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, বারাকা পতেঙ্গা পাওয়ার, টেকনো ড্রাগস, ডমিনেজ স্টিল, ওয়াটা কেমিক্যালস, ফার্মা এইডস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স ও ইফাদ অটোস বিভিন্ন হারে ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের জন্য সভায় বসবে।
এদিকে কাশেম ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে বিবিএস ক্যাবলস, অলিম্পিক এক্সেসরিজ, বারাকা পাওয়ার, সাফকো স্পিনিং, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ও অ্যাটলাস বাংলাদেশ নো ডিভিডেন্ডের ঘোষণা দিয়েছে।
























