১৬ নভেম্বর ২০১৬ বুধবার, ০৭:২৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
১০৮ শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন। তবে অস্ত্র হাতে সম্মুখ সমরে নয়। তারা যুদ্ধ করেছেন কণ্ঠে, উদ্বুদ্ধ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের। তারা হলেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক।
স্বাধীনতার ৪৫ বছর পর এবার তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শিল্পীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বিভাগ ও জেলাওয়ারি প্রকাশিত এ তালিকার প্রথমজনের নাম মৃত সমর দাস, বাবা মৃত জীতেন্দ্রনাথ দাস। তার পরেই রয়েছেন বুলবুল মহলানবীশ, বাবা অরুণ চন্দ্র মহলানবীশ। দুজনই পুরান ঢাকার বাসিন্দা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।