ঢাকা   বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

রবি শাস্ত্রীর গোপন প্রেম ফাঁস

রবি শাস্ত্রীর গোপন প্রেম ফাঁস

ক্রিকেট তারকার সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেম কিংবা বিয়ের ঘটনা নতুন নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি, গীতা বর্ষা- হরভজন সিং, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, সঙ্গীতা বিজলানি- আজহার উদ্দিন থেকে শুরু করে সর্বশেষ গত বছরের শেষের দিকে দীর্ঘদিনের প্রেমপর্ব শেষে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট কোহলি- আনুশকা শর্মা।

এবার শোনা যাচ্ছে, ‘এয়ারলিফ্‌ট’ অভিনেত্রী নিমরত কাউরের সঙ্গে ‘ডেট’ করছেন সাবেক ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। গুঞ্জন ওঠেছে, রবি শাস্ত্রী দুই বছর ধরে নিমরতের সঙ্গে প্রেম করছেন। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি দু`জনের কেউই।

অনেকেই বলছেন, মন্তব্য না করলেও গোপন প্রেম চালিয়ে যাচ্ছেন রবি-নিমরত। তাই এবার নিমরতের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কের খবর প্রকাশ্যে! আগের গুঞ্জনেও লেগেছে হাওয়া।

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানির যাত্রা অনুষ্ঠানে রবি- নিমরতের পরিচয় হয় ২০১৬ সালে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সূত্র: জি- নিউজ ও টাইমস অব ইন্ডিয়া