ঢাকা   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এসএসসিতে নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের শিক্ষার্থীদের গৌরবময় অর্জন

গ্রামবাংলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২০:২০, ১৭ জুলাই ২০২৫

এসএসসিতে নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের শিক্ষার্থীদের গৌরবময় অর্জন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২২৮ নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে ১ম স্থান অধিকার করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর মেধাবী শিক্ষার্থী সামিয়া হোসাইন সিমিম। ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছরের এসএসসিতে মানবিক শাখায় এটিই সর্বোচ্চ নম্বর।

এছাড়া, বিজ্ঞান বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১২৬৯ নম্বর পেয়ে যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকার করেছে একই প্রতিষ্ঠানের জাকিয়া ইমু ও আয়েশা সিদ্দিকা এবং ১২৬২ নম্বর পেয়ে ২৩ তম স্থান অধিকার করেছে মাহিয়া সুলতানা মাঈশা। একইসাথে ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৯৮ নম্বর পেয়ে ১৮ তম স্থান অধিকার করেছে ইশতিয়াক আহমেদ চৌধুরী। 

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রতিষ্ঠানটির অবস্থান ষষ্ঠ। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের  দুর্বলতা নিরসনে অতিরিক্ত পাঠদানসহ বিশেষ যত্ন নিয়ে থাকেন। অধ্যক্ষ মহোদয়ের সঠিক দিকনির্দেশনা, সহকারী প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম, শ্রেণি শিক্ষকদের যুগোপযোগী পাঠদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার কারণেই শিক্ষার্থীদের গৌরবময় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম চট্টগ্রামের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ৬৫৪৫ জন।