ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

৫০০ টাকায় মিলবে ফোরজি মোবাইল!

বিজ্ঞান ও প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১৩ ডিসেম্বর ২০১৮

৫০০ টাকায় মিলবে ফোরজি মোবাইল!

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার নিয়ে এলো মাত্র ৫০০ টাকায় ফোরজি মোবাইল। কী ভাবছেন এত সস্তায় ফোরজি ফোন! হ্যাঁ গুগলের ইন্দোনেশিয়ান টিম এমন ফোন বাজারজাত করছে। দামে সস্তা হলেও ফিচার জতীয় এ ফোনটিতে রয়েছে অনেক সুবিধা।

জাকার্তা পোস্টের খবরে বলা হয়, ফোর-জি সুবিধার এই ফোনটিতে কাইওএস প্রসেসর ব্যবহার হয়েছে। পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্টের জন্যেও আছে আলাদা বাটন। এর মাধ্যমে গুগলের সাহায্যে ভয়েস কল, গান শোনা বা কিংবা ভিডিও দেখা যাবে। পাঠানো যাবে ম্যাসেজও।

এছাড়াও আছে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবের মত সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করা যাবে এই ফোনে। ব্যাটারি ধারণ ক্ষমতা ১৮০০ এমএএইচ। একবার চার্জ দিলে চলবে দীর্ঘ সময়। ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ উইজফোন ডব্লিউপি ০০৬, র‌্যাম ৫১২ এমবি। এছাড়াও এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ আছে।

গত ৪ ডিসেম্বর ফোনটি লঞ্চ করেছে গুগল ইন্দোনেশিয়া। তবে দুঃখের বিষয় হলো প্রথম দফায় যত ফোন তারা তৈরি করেছিল অনলাইনে সব বিক্রি হয়ে গেছে।