ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নিজস্ব শহর গড়লেন ইলন মাস্ক, মহাকাশ স্বপ্নের পথে বিশাল পদক্ষেপ!

নিজস্ব শহর গড়লেন ইলন মাস্ক, মহাকাশ স্বপ্নের পথে বিশাল পদক্ষেপ!

স্বপ্নপূরণের পথে এক বিশাল ধাপ এগিয়ে গেলেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি খাতের রঙিন চরিত্র ইলন মাস্ক। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজস্ব একটি শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। টেক্সাসের বোকা চিকা এলাকায় ‘স্টারবেস’ নামে নতুন শহর গড়ার প্রস্তাবে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি ভোট দিয়েছেন এবং ইলন মাস্ক পেয়েছেন বিপুল সমর্থন।

ভোটের ফল ঘোষণার আগেই মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “স্টারবেস এখন আনুষ্ঠানিকভাবে একটি শহর।” স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরটির মূল কেন্দ্রে থাকবে মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের উৎক্ষেপণকেন্দ্র ও কার্যালয়। এমনকি ভোটারদের অন্তত ৬০ শতাংশই স্পেসএক্সের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। অর্থাৎ, শহরটি মূলত স্পেসএক্সকেন্দ্রিক কর্মজীবীদের জন্য গড়ে উঠছে।

বর্তমানে স্পেসএক্স কোনো উৎক্ষেপণ কার্যক্রম চালাতে চাইলে স্থানীয় কাউন্টি প্রশাসনের অনুমতি নিতে হয়। তবে ‘স্টারবেস’ শহরের আইনি স্বীকৃতি ও টেক্সাস সিনেট বিল ২১৮৮ পাস হলে, ওই নিয়ন্ত্রণ চলে যাবে স্থানীয় শহর কর্তৃপক্ষের হাতে। এতে করে স্পেসএক্স তাদের কার্যক্রম আরও স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর (যেমন FAA ও EPA) নিয়ন্ত্রণ কিছুটা সীমিত করে দেবে। নতুন শহরের মাধ্যমে ইলন মাস্ক কেবল একটি নতুন অধ্যায় শুরু করলেন না, বরং তাঁর মহাকাশ স্বপ্ন বাস্তবায়নের পথে এটিই হতে পারে সবচেয়ে সাহসী পদক্ষেপ।