ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

২৬ শতাংশ লভ্যাংশ দেবে এমবি ফার্মা

শেয়ারবাজার

প্রকাশিত: ১৪:৪৩, ২৩ নভেম্বর ২০১৬

২৬ শতাংশ লভ্যাংশ দেবে এমবি ফার্মা

ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় তথা ১৮ মাস সময়ের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪১ পয়সা। ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৮২ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

শেয়ার বিজনেস24.কম