
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৯ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টার মধ্যে ইনটেক লিমিটেড ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার বিক্রেতা উধাও হয়ে যায়। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। এ শেয়ার দুটি কিনতে মরিয়া হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার বেলা সোয়া ১১টায় ইনটেকের স্ক্রিনে ৩ লাখ ৪৩ হাজার ১০২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে সমতা লেদারের স্ক্রিনে ৫০ হাজার ৬৬৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
শেয়ার বিজনেস24.কম