
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশ দেওয়ার আবেদনে বিএসইসি সম্মতি দেওয়ায় এখন ব্যাংকটির ওই লভ্যাংশ প্রদানে কোনো বাধা থাকলো না।
আয় কমেছে গ্লোবাল ইন্স্যুরেন্সের
সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৩৯ পয়সা।
৩১ মার্চ,২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ১২ পয়সা।
রূপালী ব্যাংক
৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পর্ষদ সভা আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।
রিংশাইন
এদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম মকবুল হোসেনকে রিংশাইন টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানির পর্ষদ। যা আজ ২৪ মে থেকে কার্যকর হবে।
শেয়ার বিজনেস24.কম